Advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক 

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।এবং একই আসরের সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপ।

গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহ-সভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপাইন।এক বছর মেয়াদের এই দায়িত্ব চলতি বছর সেপ্টেম্বর থেকে শুরু হবে।

জানাগেছে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ জাতিসংঘের ৭৬ তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।