Advertisement

চৌদ্দ বছরের জেল হতে পারে সূ’চির!আনা হয়েছে রাষ্ট্রের দ্রোহের অভিযোগ!নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চির বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

গতকাল সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন অং সান সু চির আইনজীবী খিন মং জাও

সু চির বিরুদ্ধে শামরিক আদালতে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের গুরতর অভিযোগ আনা হয়েছে।তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের জেল হতে পারে।

সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে বিক্ষোভ করছে গণতন্ত্রপন্থিরা। এই বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত প্রায়সাড়ে ৮শ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এবং বন্দি করে রাখা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে।

এদিকে আসিয়ানের রাষ্ট্রদূতরা বার্মিজ সামরিক জান্তার হাতে সকল রাজবন্দিদের দ্রুত মুক্তির আহবান করেছেন